ঢাকা May 13, 2024, 5:41 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কবিতা : রুটির রোজা । কবি : মোঃ জাকির হোসেন অপু

Link Copied!

তাওয়ার মাঝে ভীষণ গরম।
বললো কে রে ভাই?
দু তালুতে চেপে ধরে
রুটির স্বাদটা চাই।

মিললে রুটি,
না
মিললে রোজা!

শতাব্দী, সৌরভ, গৌরব দানা
দেনার দায়ে মরে।
চৌআঙ্গুলের কপাল পুড়েছে
কপলে অশ্রু ঝরে।

মিললে রুটি,
না
মিললে রোজা!

অনুভূতি আজ চর্মকোঠায়
শূন্যই সেজে রয়।
ক্ষুধা, জ্বালা, মরণ বাহে
আমায় দেখাও ভয়।

সমাজের আজ ভিষণ মায়া
সাদা সুদের রুটি।
খেড়ে খেয়ে, নাড়ায় মুছে
সুজা পথে আমি ছুটই।
আরে আমায় দেখাও ভয়।

আমি প্রতীক, আমি উত্তম
আমি বীর, আমি বিক্রম
মাওলা আলির নাম জপিয়া,
মূর্ধায় শেরের পাগড়ী তাই।
আরে আমায় দেখাও ভয়।

মিললে রুটি,
না
মিললে রোজা!