ঢাকা April 28, 2024, 2:52 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কবিতা : মৃতপ্রায় – কবি – মোঃ জাকির হোসেন অপু

Link Copied!

মৃত্যুর স্বাদ ঠোঁটে ধরে
জন্মের স্বাদে মাতাল মাতঙ্গ
হে ভিরু।
তুমি কে
কাইয়াঁ না ছায়া?

কাইয়াঁর অঙ্গ চাটিতে চাটিতে।
পরিষ্কারের বানীতে, লোহিত ঠোঁট খানি।
ধারনে ধারে ধরিলো শ্যামা রুপ।
তোমার রুপে এ কি বর্ণ?
কি দেখিলাম আমি?
আসলে বলত তুমি কে?
কাইয়াঁ না ছায়া?

হাসিয়া কহিলো মহা মায়া
ওরে নির্বোধ।
এত রং ঢং কিসের?
আমি কাইয়াঁর রুপে ছায়া গড়ি
গড়ি মহাকাশ, অতল সাগর।
অনবরত মিথ্যা বনে
কাইয়াঁ প্রেমে ছায়ার চাদর।

জপিলা তুমি শুনিতে মন।
প্রশ্ন আপন ঘরে?
শুনিলাম আমি তোমার কাছে
কে আমি?
কাইয়াঁ না ছায়া?